শুক্রবার ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

চালুর বিজ্ঞপ্তি দিয়েও বন্ধ বিআরটিএ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

অনলাইন ডেস্ক | ২৬ জুলাই ২০২১ | ১:২০ অপরাহ্ণ

চালুর বিজ্ঞপ্তি দিয়েও বন্ধ বিআরটিএ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

ঈদের ছুটি শেষে আজ থেকে কঠোর বিধিনিষেধেও সীমিত পরিসরে সেবা কার্যক্রম চালু করার কথা ছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ)। তবে সোমবার (২৬ জুলাই) সকালে মিরপুর-১৩ নম্বরের বিআরটিএ কার্যালয়ে গিয়ে গেট বন্ধ দেখা গেছে। সেখানে প্রবেশ করতেই দেয়া হচ্ছে না কাউকে। ফলে সেবা নিতে এসে ফিরে যাচ্ছে মানুষ।

গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার সদস্য জানান, ঈদের ছুটি শুরু পর থেকে বিআরটিএ-এর সব কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার থেকে সীমিত আকারে কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রোববার রাতে হঠাৎ কার্যক্রম চালু না করার সিদ্ধান্ত হয়।

তবে এ বিষয়ে জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

এদিকে, সেবা কার্যক্রম বন্ধ থাকায় বিআরটিএ কার্যালয়ে এসে ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফ জানান, গতকাল একটা সার্কুলার হয়েছিল। সেখান থেকে জানলাম আজকে খোলা। কিন্তু এসে দেখি সব বন্ধ। লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দেব, সেটার তারিখ ছিল আজকে। আমার টাকা দেয়া হয়েছে। এখন আবার নতুন করে তারিখ নিতে হবে।

ভাড়ায় মাইক্রোবাস চালান পার্থ। তিনি বলেন, ‘গত ২২ জুলাই আমার গাড়ির কাগজপত্রের ডেট (মেয়াদ) পার হইছে। এখন যেখানে-সেখানে ট্রাফিক পুলিশ গাড়ি ধরে। আজকেও এক হাজার টাকার মামলা খাইছি। এখন এসে শুনি সব বন্ধ।’

এর আগে গত ২৫ জুলাই বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমিত পরিসরে সোমবার (২৬ জুলাই) থেকে বিআরটিএ-এর সেবা কার্যক্রম চালু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ২৬ জুলাই থেকে শুধু জরুরি প্রয়োজন বিবেচনায় বিআরটিএ-এর বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন এবং বিভিন্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন- রুট পারমিট সনদ নবায়ন, অস্থায়ী মোটরযান চালনার অনুমতিপত্রের মেয়াদ, মালিকানা বদলের আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদপ্রাপ্তি কার্যক্রমের মেয়াদ বর্ধিতকরণ চালু থাকবে।

দালালদের দৌরাত্ম্য থেমে নেই
এদিকে, কার্যক্রম বন্ধ থাকলেও গেটে থাকা দালালরা দাবি করছেন- তারা সব ধরনের কার্যক্রম করে দিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানো, মালিকানা বদলের কাজও করে দিতে পারবেন বলে জানাচ্ছেন দালালরা।

সরেজমিন দেখা গেছে, বিআরটিএ গেটে ৬-৭ জন দালাল ঘোরা-ফেরা করছেন। কেউ মোটরসাইকেল নিয়ে আসলে কিংবা বিআরটিএ-এর গেটে আসলে তারা ঘিরে ধরছেন। লাইসেন্সের মেয়াদ বাড়াতে তারা বিভিন্ন সেবাগ্রহীতার কাছ থেকে ৫০০-৮০০ টাকা করে নিচ্ছেন।

তবে সেবাগ্রহীতারা বলছেন, ভুয়া সিল ও স্বাক্ষর দিয়ে তারা আসলে প্রতারণা করছেন।

সেবাগ্রহীতা পার্থ বলেন, ‘ভেতরে কোনো কর্মকর্তা নেই। তারা স্বাক্ষর আনবে কীভাবে? ভুয়া স্বাক্ষর ও সিল দিয়ে তারা টাকা নিচ্ছে। এসব জালিয়াতি ট্রাফিক পুলিশ দেখলে সহজেই ধরে ফেলবে।’

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ১:২০ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুলাই ২০২১

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

করোনায় আক্রান্ত নানক

০৩ অক্টোবর ২০২০

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2025 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।