অনলাইন ডেস্ক | ২৩ জানুয়ারি ২০২১ | ৪:১০ অপরাহ্ণ
কলকাতার জনপ্রিয় অভিনত্রেী শ্রাবন্তী চ্যাটার্জীর তৃতীয় স্বামী রোশান সিংহের জিমে হাজির আরেক অভিনেতা যশ দাশগুপ্ত। তারা একসঙ্গে শরীরচর্চাও করলেন। পরে ওয়ার্ক আউট সেশন শেষে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ালেন সম্প্রতি আলোচিত এই দু’জন।
সেই ছবি রোশান পোস্ট করলেন নিজের সোশ্যাল সাইটে। সেখানে লিখেছেন, ‘বন্ধুরা যখন ওয়ার্ক আউটের জন্য এসে উপস্থিত হয়।’ এদিকে, শ্রাবন্তীও ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ইঙ্গিতবাহী স্টোরি পোস্ট করেন। যার অর্থ, ‘যাকে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে নিয়ে চিন্তা না করে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।’
যদিও শ্রাবন্তীর এই পোস্টের পাল্টা কোনও পোস্টের দেখা মেলেনি রোশানের সোশ্যাল সাইটে। উল্লেখ্য, বর্তমানে শিরোনাম জুড়ে থাকছে যশ এবং রোশানের ব্যক্তিগত জীবন। কেননা, যশকে নিয়েও আরেক বিবাহিত সাংসদ নায়িকা নুসরাতের সঙ্গে নানা গুঞ্জন ডালপালা মেলেছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বাংলাদেশ সময়: ৪:১০ অপরাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১
24news.com.bd | News Desk