অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর ২০২০ | ৬:২৮ অপরাহ্ণ
দেশে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের ‘মিয়াভাই’খ্যাত জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন। আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন।
চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক গণমাধ্যমকে জানান, আমি এখন সুস্থ। জ্বর নেই, অন্যান্য সমস্যাগুলোও এখন স্বাভাবিক। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবো। দেড় মাস এখানে (সিঙ্গাপুর) রয়েছি। মনটা দেশে পড়ে রয়েছে।
ফারুক আরও জানান, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারুক। সেখানে তার যক্ষ্মা রোগ ধরা পড়ে। সুস্থ হয়ে সপ্তাহখানেক আগেই হাসপাতাল ছাড়েন তিনি। প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন।
গত ১৮ আগস্ট তীব্র জ্বর নিয়ে প্রথমে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন ফারুক। এরপর আরও কয়েক দফায় হাসপাতালে ভর্তি হয়ে শেষ পর্যন্ত দেশ থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হয় তাকে।
বাংলাদেশ সময়: ৬:২৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০
24news.com.bd | News Desk