সোমবার ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

পরের রাউন্ডে যেতে এখন যেসব সমীকরণের মুখে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর ২০২২ | ১:০৯ অপরাহ্ণ

পরের রাউন্ডে যেতে এখন যেসব সমীকরণের মুখে আর্জেন্টিনা

প্রতীকী ছবি

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেছে আর্জেন্টিনা। শনিবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা হলেও চাপে রয়েছে মেসির দল। লিওনেল মেসিরা পরের রাউন্ডে যেতে পারবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। কী হলে কী হতে পারে, এই নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের আলোচনা শুরু হয়ে গেছে। আসুন একটু খতিয়ে দেখা যাক মেসিদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা:-

১. সবচেয়ে সহজ পথ হল, পরের দু’টি ম্যাচে জেতা। অর্থাৎ শনিবার মেক্সিকো এবং বুধবার পোল্যান্ডকে হারাতে পারলে আর্জেন্টিনার প্রি-কোয়ার্টারে যাওয়ার পথ একটু হলেও সহজ হবে। পর পর দু’টি ম্যাচ জিতলে মেসিদের ৬ পয়েন্ট হবে। গ্রুপে প্রথম না হলেও দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে যেতে পারে তারা।
২. মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ ড্র হওয়ায় আর্জেন্টিনা যদি ৬ পয়েন্ট পায়, তাহলে তাদের পরের রাউন্ডে যেতে অসুবিধা হবে না। কারণ এই দুই দলের কেউই তখন আর্জেন্টিনাকে ছুঁতে পারবে না। সর্বোচ্চ পাঁচ পয়েন্ট হতে পারে মেক্সিকো বা পোল্যান্ডের।

৩. সৌদি আরব যেন আর কোনও ম্যাচে না জেতে সেই প্রার্থনা করতে হবে আর্জেন্টিনাকে। তারা বাকি দু’টি ম্যাচের একটিতে জিতলেও আর্জেন্টিনার জন্য পরের রাউন্ডে যাওয়া কঠিন হয়ে যাবে। একটি ম্যাচ জিতলেই সৌদি আরবের পয়েন্ট হবে ৬। তখন আর্জেন্টিনাকে বাকি দু’টি ম্যাচে জিততেই হবে। তবেই সৌদি আরবের পরে দ্বিতীয় দল হিসেবে তারা শেষ করতে পারবে।

৪. আর্জেন্টিনা যদি পরের ম্যাচে ড্র করে, তাহলে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতা ছাড়া কোনও বিকল্প থাকছে না। সেক্ষেত্রে ৪ পয়েন্ট হবে আর্জেন্টিনার। তখন তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। প্রসঙ্গত, গতবারও ৪ পয়েন্ট নিয়ে পরের পর্বে গিয়েছিল আর্জেন্টিনা।

৫. এরপরই সবচেয়ে কঠিন অংক। যদি মেসিরা পরের ম্যাচে মেক্সিকোর কাছে হেরে যান তাহলে কী হবে? সে ক্ষেত্রে পোল্যান্ডকে বিরাট ব্যবধানে হারাতে হবে তো বটেই, তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকেও। যদি গ্রুপের দু’টি বা তিনটি দলের সমান পয়েন্ট হয়, তাহলে গোলপার্থক্য দেখা হবে। তাই পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বড় ব্যবধানে জেতা গুরুত্বপূর্ণ হবে। বাস্তব বলছে, তিন পয়েন্ট নিয়ে পরের পর্বে যাওয়ার আশা খুবই কম। কিন্তু ফুটবলে কিছুই উড়িয়ে দেওয়া যায় না।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ১:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

করোনায় আক্রান্ত নানক

০৩ অক্টোবর ২০২০

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2025 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।