অনলাইন ডেস্ক | ০২ আগস্ট ২০২১ | ৩:৪৬ অপরাহ্ণ
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার দিবাগত রাতে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী হোম সিরিজে নতুন কাউকে স্কোয়াডে যোগ করার সুযোগ ছিল না। এতে করে বাদ পড়তে হয়েছে দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে।
আগামী মঙ্গলবার (৩ আগস্ট) পাঁচ ম্যাচ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
১৭ সদস্যের বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),
সৌম্য সরকার,
নাঈম শেখ,
সাকিব আল হাসান,
নুরুল হাসান সোহান,
আফিফ হোসেন,
শামীম হোসেন পাটোয়ারী,
সাইফুদ্দিন,
তাসকিন আহমেদ,
শরীফুল ইসলাম,
নাসুম আহমেদ,
মেহেদী হাসান,
মোস্তাফিজুর রহমান,
মোহাম্মদ মিঠুন,
তাইজুল ইসলাম,
মোসাদ্দেক হোসেন সৈকত
ও
রুবেল হোসেন।
বাংলাদেশ সময়: ৩:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১
24news.com.bd | Online Desk