অনলাইন ডেস্ক | ২৪ মে ২০২২ | ১০:২৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নহিয়ান খান জয়
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নহিয়ান খান জয় বলেছেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্র না, তাদের শিক্ষা দেয়া হতো টেন্ডারবাজির, চাঁদাবাজি করার জন্য। তাদের যে বস খুনি জিয়া, সেই খুনি জিয়া তাদের এসব শিক্ষা দিয়েছিল। ছাত্রদলের মাঝে অর্থের লোভ ঢুকিয়ে দিয়েছিল।’
গতকাল সোমবার (২৩ মে) সন্ধ্যায় টঙ্গী সরকারি কলেজ মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাত বার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সব সময় সর্তক থাকতে হবে।’ যেখানেই ছাত্রদলের নেতা-কর্মীরা বিশৃঙ্খলা করবে, সেখানেই তাদেরকে গণধোলাই দিয়ে বাসায় পাঠানোর হুঁশিয়ারি দেন তিনি।
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘ছাত্রলীগ একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। ছাত্রলীগ নেতাকর্মীরা মাদক মামলা, অস্ত্র মামলার আসামি হতে পারে না।’
বাংলাদেশ সময়: ১০:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০২২
24news.com.bd | Online Desk