অনলাইন ডেস্ক | ০৮ মে ২০২২ | ৫:৪২ অপরাহ্ণ
দেশে ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। ফলে টানা ১৮ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ। এতে করে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। ওই ২৪ ঘণ্টায় ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জনে।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হরেন ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন।
২৪ ঘণ্টায় ৫ হাজার ৭২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ।
বাংলাদেশ সময়: ৫:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৮ মে ২০২২
24news.com.bd | Online Desk