অনলাইন ডেস্ক | ০৮ মে ২০২২ | ১০:৪০ পূর্বাহ্ণ
কাজী হাবিবুর রহমান
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের সাবেক ম্যারেজ রেজিস্ট্রার, উপজেলার রামেশ্বরগাঁতী গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাজী হাবিবুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ (৮মে, ২০২১)। ২০০৩ সালের ৮ই মে ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। পর দিন গ্রামের কবর স্থানে দাফন করা হয়।
মরহুমে ররুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ জানানো হয়েছে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ গুণগ্রাহী রেখে যান।কর্ম জীবনে বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
উল্লেখ্য, তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সাবেক বিজনেস এডিটর ও সাইক ওভারসিজের পরিচালক নূরনবী সিদ্দিক সুইন- এর পিতা।
বাংলাদেশ সময়: ১০:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মে ২০২২
24news.com.bd | Online Desk