অনলাইন ডেস্ক | ২৫ অক্টোবর ২০২১ | ২:৪৯ অপরাহ্ণ
আজ ২৩ অক্টোবর ২০২১ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয়ে গেলো ব্যাচ ভিত্তিক কমিউনিটি ৯৮-০০ সালে এসএসসি ও এইচএসসি পাসকৃত বন্ধুদের নিয়ে সারা বাংলাদেশের ২৪ টি দল নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট এর অন্যতম দল ‘মিলেনিয়াল টাইকুন্স’ এর টিম ও জার্সি উদবোধন অনুষ্ঠান! আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সমস্ত খেলোয়াড়, দলটির চেয়ারম্যান শান্ত হাকিম, প্রেসিডেন্ট নাজমুল হাসান স্বরূপ, জেনারেল সেক্রেটারি মির্জা ইলিয়াস, পরিচালক নাজমুল মিশু, রেবেকা সুলতানা বিন্তি, মিথিলা রহমান, শাহেদ আল কামাল রাজীব, শরীফুদ্দিন মাহমুদ সজীব। এছাড়া অনুষ্ঠানে দলটির থিম সং এর মিউজিক ভিডিও’র পর্দা উন্মোচন করা হয়! এসময় শুভেচ্ছা বার্তার একটি ভিডিও পাঠান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি ডেভেলপমেন্ট প্রকল্পের কোচ টাটেন্ডা টাইবু। উপস্থিত ছিলেন ৯৮-০০ গ্রুপের এডমিন ও মডারেটর দল। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ফগ পারফিউমের প্রতিনিধি, মিয়া ভাই ফাউন্ডেশনের পরিচালক জনাব আলিফ ও মীম। সবাই দলটির জন্য শুভেচ্ছা বার্তা ও চমৎকার ভবিষ্যতের জন্য বার্তা দেন!
ভিডিও –
বাংলাদেশ সময়: ২:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ অক্টোবর ২০২১
24news.com.bd | Online Desk