অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর ২০২০ | ৬:০১ অপরাহ্ণ
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সিমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাও করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নেয়া হবে না বার্ষিক পরীক্ষাও।
বাংলাদেশ সময়: ৬:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
24news.com.bd | News Desk