অনলাইন ডেস্ক | ২০ অক্টোবর ২০২০ | ১২:১১ অপরাহ্ণ
বাজার নিয়ন্ত্রণে দেশের খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করেছে সরকার।আগামীকাল বুধবার (২১ অক্টোবর) থেকে এই মূল্য কার্যকর হবে।
মঙ্গলবার বিকালে সবার সিদ্ধান্তমতে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, বিকাল ৩টায় খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনঃনির্ধারণ করা হয়।
বৈঠকে প্রথমে আলুর কেজিপ্রতি মূল্য খুচরা পর্যায়ে ৩৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৬ টাকা প্রস্তাব করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। তবে বাজার কমিটি এতে ভেটো দিলে প্রস্তাবটি নাকচ হয়।
পরবর্তীতে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং কোল্ডস্টোরেজ ২৭ টাকা দাম প্রস্তাবিত হলে সেটি গৃহীত হয়।
এর আগে, গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদফতর।
বাংলাদেশ সময়: ১২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
24news.com.bd | News Desk